Skip links

জমির সঠিক ব্যবহারে স্থপতির পরামর্শ কেন নিবেন?

স্বপ্নের বাড়ির পরিকল্পনার বাস্তবায়নে একজন স্থপতির রয়েছে বড় ভূমিকা । তার অভিজ্ঞতার আলোকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করে থাকেন উপযুক্ত বাড়ির নকশা গঠনে। সৃজনশীল নির্মাণ এবং নির্ভরতার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপেই প্রফেশনাল স্থাপতির পরামর্শ নেয়া হলে সময়োপযোগী সঠিক নির্মাণ বাস্তবায়ন সম্ভব হয় এবং ভবিষ্যতের অনেক বিড়ম্বনা পরিহার করা যায়। একজন স্থপতির সাথে পরামর্শ করা শুধুমাত্র একটি বিল্ডিং নির্মাণের বিষয়ে নয়; এটি একটি কার্যকরী, নান্দনিকভাবে আনন্দদায়ক এবং টেকসই পরিবেশ তৈরি করার বিষয়।যা জীবন এবং সম্প্রদায়কে সমৃদ্ধ করে।

একজন স্থপতির কাজ কি?

স্থপতিরা নতুন নির্মাণ প্রকল্প, পরিবর্তন এবং পুনঃউন্নয়নের জন্য নকশা তৈরি করেন । তারা কার্যকরী, নিরাপদ, টেকসই এবং নান্দনিকভাবে আনন্দদায়ক বিল্ডিং ডিজাইন করতে তাদের বিশেষজ্ঞ নির্মাণ জ্ঞান এবং উচ্চ-স্তরের অঙ্কন দক্ষতা ব্যবহার করেন।

বিল্ডিংয়ের ভিতর আলো-বাতাস চলাচলের ব্যবস্থা,জমির সঠিক ব্যবহার,বিল্ডিংয়ের সিকিউরিটি ও প্রাইভেসি, পছন্দসই রুমের সাইজ, টয়লেট, লিভিং রুম,বিল্ডিংটি দেখতে কেমন হবে এসব বিষয় সঠিক ভাবে বিবেচনা করতে পারে একজন স্থপতি।

ড্রয়িং সংক্রান্ত দায়িত্ব

একটি প্রজেক্ট শুরু করার আগে প্রচুর ড্রয়িংয়ের প্রয়োজন হয়। সাধারণ জায়গাগুলোর অবস্থান থেকে শুরু করে সূক্ষ্মতম ডিটেইল ড্রইং সবকিছুই একজন স্থপতির করতে হয়। ড্রইং এর ভুলগুলি কাজ শুরু করার আগেই যাচাই করে নিতে হয়, কেননা ড্রইংয়ে সামান্য ভুলের জন্য ক্লায়েন্টের যেমন খরচ বেড়ে যায়, তেমনি বাড়ে সেই বাড়িতে বসবাসের সময়ের অস্বস্তিও। প্রাথমিক এই ড্রয়িং সঠিক সময়ে প্রজেক্টের কাজ নিশ্চিত করে।

ড্রয়িংগুলোর ভিত্তিতে বিশদ অনুমান, উপাদান সংগ্রহ এবং সাইটে কাজ করা হয়। প্রাথমিকভাবে, স্কেচ ডিজাইনগুলি প্রস্তুত করা হয় যা বিল্ডিংয়ের অবস্থানটি দেখায়। এটি অভ্যন্তরের ও আশেপাশের বিভিন্ন জায়গার বিন্যাসের পাশাপাশি, পাশাপাশি বসার বিভিন্ন কানেকশন সম্পর্কে ধারণা দেয়। স্কেচ ডিজাইনের ভিত্তিতে ক্লায়েন্ট নির্দিষ্ট নীতি এবং চুক্তিতে সম্মত হন।

স্থপতির প্রয়োজনীয়তা

দালান নির্মাণের নকশা পর্যায়ে প্রথমেই একজন স্থপতি নিয়োগ করা আবশ্যক। একজন স্থপতির অবশ্যই দালান নির্মাণ এবং নির্মাণ বিধিমালান সম্পর্কে যথাযথ জ্ঞান এবং দালান নির্মাণ সংক্রান্ত কাজে ক্লায়েন্ট ও অন্যান্য এক্সপার্টদের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকে। যার ফলে ঘরের কোনো কর্নার নষ্ট হয়না প্রতিটা কর্নারর সঠিক ব্যাবহার করে থাকেন। একজন স্থপতিই আপনার সাধ ও সাধ্যের সম্পূর্ণ সমন্বয় ঘটিয়ে আপনার বাড়িকে করে তোলে নান্দনিক । 

কাজ শুরুর আগে স্থপতির কাজ ক্লায়েন্টের প্রয়োজনীয়তা বোঝা, তার উদ্দেশ্য এবং প্রত্যাশা সম্পর্কে একটি যত্নশীল নোট নেওয়া, প্রকল্পটির আকার নির্ধারণ ও এর অনুপাতে প্রত্যাশিত বাজেট, সাইটের বৈশিষ্ট্য এবং সাইটের আশেপাশের পরিবেশ সম্পর্কে আলোচনা করে থাকে।যা শিল্পরুচিসম্মত ঘর গড়ে তুলতে প্রতিটি বিষয় গুরুতপূর্ণ।

যেহেতু মানুষ প্রতিদিনকার কাজে সরাসরি এসব বিল্ডিং বা কাঠামোর সাথে সম্পর্কিত তাই বলা যায় বিল্ডিং সাথে সম্পর্কযুক্ত মানুষের ব্যবহার্য দৃশ্যমান এবং অদৃশ্যমান সব কিছুই স্থপতির ডিজাইনের সাথে সম্পর্কযুক্ত। যেমন একটা সাধারন আবাসিক এ্যপার্টমেন্টের একটা ফ্ল্যাটের কথা যদি ধরি তাইলে যেসব ব্যাপার প্রথমত মাথায় আসে তা হচ্ছে ফ্ল্যাটের রুম এ্যারেঞ্জমেন্ট। এটা স্থপতির প্রধান কাজ, তাই এটা বিশদভাবে বলবার প্রয়োজন নেই। কিন্তু রুম এরেঞ্জমেন্টই শেষ না, ওটা কেবল শুরু। প্রতিটা রুমের ফার্নিচার এরেঞ্জমেন্ট কি হবে, বাথরুমের ফিক্সচার গুলো কোথায় বসবে, রান্নাঘরের ফিক্সচারের কি হবে, ঘরে কিভাবে বাতাস আসা যাওয়া করবে, ঘরে সূর্যের আলো ঢোকার কি বন্দোবস্ত হবে, ঘরের ইলেক্ট্রিকাল লাইন গুলো কোথা দিয়ে যাবে, পানির লাইনের কি হবে, এসব সহ প্রতিটা জানালা দরজা কোন দিকে হবে এসব বিষয় সঠিক ভাবে বিবেচনা করতে পারে একজন অভিজ্ঞ  স্থপতি । তাও আসলে শেষ হয় না। কোন রুমের রঙ কি হবে, বাইরের রঙ কি হবে, কোথায় সিমেন্টের প্লাস্টার হবে, কোথায় ইট দেখা যাবে, কোথায় টাইলস হবে, কোথায় মার্বেল হবে এসব থেকে শুরু করে আরো খুচরো কাজও স্থপতিদের করতে হয়।

শহুরে ছোট ফ্ল্যাটগুলোতেও স্থানস্বল্পতা সত্ত্বেও এই নীতি মেনে চলার চেষ্টা করা হয়। ঘরে ঢুকতেই মেহমানদের বসার জায়গা বা ড্রয়িং/লিভিং রুম এমন ভাবে বিন্যস্ত করা হয় যেন ওই বসবার জায়গা থেকে ঘরের অন্দরমহল পৃথক থাকে। অন্তত সরাসরি পৃথক না থাকলেও অন্তত পর্দা দিয়ে আলাদা করে দেয়ার ব্যবস্থা করা যায়। এরকম খুটিনাটি আরো অনেক সিদ্ধান্ত স্থপতিরা নিয়ে থাকে।

স্থপতিরা প্রকল্পের সাথে সম্পর্কিত সম্ভাব্য ঝুঁকিগুলি মূল্যায়ন করে এবং প্রশমনের কৌশলগুলি প্রস্তাব করে। তাদের দক্ষতা ডিজাইনের ত্রুটি, কাঠামোগত ব্যর্থতা বা নিরাপত্তার ঝুঁকির সম্ভাবনা কমিয়ে দেয়, যা দখলকারী এবং বিনিয়োগ উভয়কেই সুরক্ষিত করে।

স্থাপনা নির্মাণ সক্রান্ত সকল ধরনের সার্ভিস পেতে যোগাযোগ করুন- +8801841516069 অথবা ভিজিট করুন Porchex.com.bd

 

Leave a comment

This website uses cookies to improve your web experience.
See your Privacy Settings to learn more.
Explore
Drag